পথভ্রষ্ট

আমার কবিতাগুলি আর আসবে না

মাঝপথে মুখ থুবড়ে পড়বে,


আমার কবিতাগুলি আর আসবে না

প্রেমহীন মেঠো পথেই লুটবে,


আমার কবিতাগুলি আর আসবে না

প্রশংসার বিষে পুড়ে মরবে,


আমার কবিতাগুলি আর আসবে না

সাফল্যের মোহে শুধু ছুটবে।


আমার কবিতাগুলি আর আসবে না

হিংসার বারুদ খুব ছুঁড়বে,


আমার কবিতাগুলি আর আসবে না

হরহামেশা কলঙ্কই লুটবে,


আমার কবিতাগুলি আর আসবে না

রাষ্ট্রযন্ত্রের পিছুপিছু ঘুরবে,


আমার কবিতাগুলি আর আসবে না

বেশ্যার দালালী শুধু খুঁটবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ