পথিকের কথা বলতে চায় না

পথের কথা বলতে চাই 

কত পদচিহ্নের সাক্ষী পথ

চিরস্থায়ী কেউ নয়

জানা কথাগুলো জ্ঞানীর মত ধারণ করেছে

তবুও পথিকের বাহবা পেতে 

অবিরাম ছুটে চলা

পথিক তুমি ক্লান্ত হবে ক্ষ্যন্ত হবে আয়োজন

তোমার এ পথেই পদচিহ্নের 

নিরব ইতিহাস গুমরে কাঁদবে ,,,,,।