ঘুমে, চোখের পাতা ঢলে পড়ছে 
ঘুম আছে ক্লান্তি নেই,চোখের পাতা
খোঁজে তারে,
চারিদিক জুড়ে শুধু আঁধার হাতরে, 
শিথানের পাশে সুইচ চাপতেই আলো 
দেখি এক টুকরো চিরকুট, 
তার লেখা,
প্রিয়, 
আমাকে খুঁজবে পাবে না 
ঘুম আসবে চোখের পাতা বুজবে না
আছি তোমার সাজানো খেলা ঘরে 
আমার সবটুকু তোমার অনুভূতি জুড়ে 
শোকের দমকা হাওয়া বইবে
চোখের কোন বেয়ে জল গড়িয়ে 
কত প্রশ্নের মুখোমুখি নির্ঘুম রাত  
দিশাহীন করে তুলবে সপ্তাহ মাস বছর যুগ পেরিয়ে গেলেও আমি নেই!
ক্লান্তির ঝাপসা চোখ নিয়ে 
জীবনের প্রয়োজনে কর্মময় ছুটে চলা 
আবারো স্বাদ জাগবে খুজবে বসন্ত 
প্রেমের খেলায় উদ্বেলিত হয়ে উঠবে 
তবুও খুজবে সে নয়ন  
যে চাহনি দিশাহারা করেছিল 
টোলপড়া চলে 
তোমার আলতো ঠোটের ছোয়ায়
ভালোবাসার ঘ্রাণ মেখেছিলে 
তোমার কামনার ঠোঁটে 
আমার ঠোঁট লেপ্টছিলে। 
শরীর জুড়ে আমার গন্ধ পাবে 
তোমাকে জড়িয়ে ধরা আবেগের নিঃশ্বাসে 
খুঁজবে আমার ভালোবাসা 
আয়োজন যদি প্রয়োজন হয় সম্মতি আছে, 
শুধু আমি নেই ।