আবার মেঘের বলয় ঘিরে
দুঃখ গুলো প্রাণ ফিরে পাচ্ছে কেন?
এই বুঝি চির বাসনার অবসান।
আমার ভুল গুলোয়
তোমার হৃদয়ে দগদগে ক্ষত
আমাকে খুব যন্ত্রনা দেয় কেন?
বিবেক জানিয়ে দিলো
মাতৃভূমি মানচিত্র মানচিত্রই তুমি
আমি সত্যি মানুষ হয়ে উঠি
আজ বুঝেছি আমি জেগে উঠেছি
এতটুকু ক্ষমা তুমি আমায় করবেনা মা!
আমি আবার জ্বলে উঠবো সত্যের মশাল হাতে।
0 মন্তব্যসমূহ