বড় আদরে রাখতাম বলেই,
তুমি আমায় ভালবাসনি।
দূরে থাকতে চাইনি বলে,
তুমি আমার পাশেই থাকোনি।
হৃদয় চিরে ডাকতাম বলে,
তুমি একটু কাছে আসোনি।
গভীর রাতে ডাকবো বলে,
একটু সজাগ থাকোনি।
জোছনার আলো দেখবো বলে,
একটু ছাদে আসোনি।
রেশমী চুলে লাগতো ভাল,
তাই তো খোঁপা করনি।
কাঁচের শব্দে ঘুমিয়ে যেতাম,
তাই তো কাকন পরোনি।
কত কবিতা, লিখেছি রাতে,
ডায়রী খুলে দেখোনি।
তোমার, রিমঝিম তালে হারিয়ে যেতাম,
তাই তো নূপুর পরোনি।
ঐ কালো চোখ দেখতাম চেয়ে,
তাই তো কাজল মাখনি।
গোলাপী ঠোঁট লাগতো ভাল,
তাই কোন দিন হাসোনি।
রঙ তুলিতে আঁকতাম ছবি,
একটু চেয়ে দেখনি।
তোমায় কত ভালবাসি,
একটুও তা বোঝনি।
লাল শাড়িতে লাগতো পরী,
তাও কোনদিন পরোনি।
জড়িয়ে ধরে দেখতাম বলে,
আয়নার সামনে দাঁড়াওনি।
ঝুমকা দুল এনেছি কত,
একটু ছুঁয়ে দেখনি,
সস্তা দামে কিনেছি বলে,
পুঁথির মালা পরোনি।
নাকের নোলক পরলে তুমি,
চোখ ফেরাতে পারিনি,
মিনতির সুরে বলেছি কত,
নোলক পরে দেখাওনি।
কপাঁল ছুঁয়ে দেখতাম বলে,
ঐ কালো টিপ লাগাওনি।
প্রেমের গান গায়বো বলে,
আমার সুরে দোলনী।
আমি তোমায় ভালবাসী তাই,
অন্যের চোখে তাকায়নি।
ফিরে আবার আসো যদি,
তাই কোনদিন হারায়নি।
0 মন্তব্যসমূহ