ভোরের মিষ্টি সূর্যের উষ্ণতা গায়ে মেখেছি
গভীর আঁধারেও খুঁজেছি জোনাকির আলো
তপ্ত দুপুরে গ্রামের মেঠোপথে সবুজের সমাবেশ
দু-চোখের নীল ছুয়ে হলুদ ফুলের মিছিলে ছিলাম।
রাস্তার পাশ ঘেষে নদীটা মনোমুগ্ধকর
অবাদ্ধ মনে সুখের স্মৃতিতে বন্ধুদের জলকেলি
একটু আগিয়ে ডান পাশে স্কুলের মাঠটা
সেরা প্রমানের লড়ায়ে প্রতিজ্ঞাবদ্ধ উদাহরণ।
বর্ষায় তলিয়ে চাষের জমি মাছের অভয়ারণ্যে
কেউ হাতে জালে ওড়নায় ঝুড়িতে যে যত পেরেছি
আর সুপারি গাছ সাবার করে মিতালিদের স্কুলের
বেতন বই খাতা খালেদার দাদীর ঔষধের টাকা।
বলতে ভুলেই গেছি অসিম বাবুর আমবাগানটা
সিঁদুরে আমের লোভে মাঝ রাতের ভূত হয়ে
আহ্ খাসা মুরগির মাংসে বনভোজনে বন্ধুরা
ডাবের জলে চুল ভিজিয়ে শান্ত চোরার দল।
হাতেনাতে ধরাও খেয়েছি সাথে দু-চারটে মন্দ কথা
কিছু অভিশাপের মধ্যেও আর্শিবাদের পাল্লাটা ভারী
কান মলা চড়-থাবা নিত্য দিনের অভ্যাসে পরিপূর্ণ
তবুও ভালো ছিলাম সত্যি সত্যি মানুষ ছিলাম।

0 মন্তব্যসমূহ