কে ওখানে দাঁড়িয়ে,
আমি , আমি কে !প্রায়ই সরণে আসি তোমার
ও মনে নেই,সুখ বিত্ত বৈভব দূরে সরিয়ে রেখেছে
আবার বলছি কে তুমি?এখন মজার সময় না
তাহলে শোন,
জগতের মোহ মায়ায় ডুবে আছো
মনে করিয়ে দেই।
শৈশব-কৈশোরের দুরন্ত উন্মাদনা
যৌবনের উচ্ছ্বাস দেখেছি
উদ্বেলিত প্রেমের হাওয়ায় দুলতে
মাঠে রাস্তায় প্রকৃতিতে।
স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষাকে
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে
ব্যাথিত চিন্তায় নিমগ্ন
দুঃখ ভাগ করে নেয়া মানুষটিকে।
চায়ের চুমুকে, বন্ধুরা আড্ডায়
ধোঁয়ার কুণ্ডলীতে অপ্সরার গল্পে মেতে
ইতিহাস বর্তমান সমসাময়িক বিষয়ে
সুখী করে তোলা বিশালতাকে।
দেখেছি , নামাজে আল্লাহর বন্দেগী তে মশগুল
সার্বজানীন পূজা বদ্ধপূর্ণিমা বড়দিনের উৎসবে
নববর্ষ উদযাপনের আনন্দে
প্রতিযোগিতার মঞ্চে বিজয়ীর বেশে।
মায়ের মমতায় মন ভোলাকে
বাবার কষ্টের পাশে বেদনাবিধুর মনকে
অলীক কল্পনাতে বিভোর গৌরবে আত্মহারা
পাখির মত ডানা ঝাপটানো দুরন্ত গতিকে নিমিষে বদলে ফেলা মনের রুপকে
কে কে তুমি, দেখনি শুধু শুনেছো
অনুভব করোনি বন্ধু
কে তুমি,যাকে চাওনি নিশ্চিহ্নকারী আতঙ্ক
আলিঙ্গনের অপেক্ষায় আমি সেই ভয়ানক মৃত্যু।

0 মন্তব্যসমূহ