তুমি আসবেনা বলে,
সকালের রবি আজ দেরীতে উঠবে।
তুমি আসবেনা বলে,
রোদেলা আকাশে, অঝরে বৃষ্টি ঝরবে।
তুমি আসবেনা বলে,
শিমুল-পলাশ মাটিতে লুটিয়ে পড়বে।
তুমি আসবেনা বলে,
পালতোলা নাউ দিক হারিয়ে ঘুরবে।
তুমি আসবেনা বলে,
রাখাল-বাঁশি, করুণ সুরে বাঁজবে।
তুমি আসবেনা বলে,
লাল ফুলেরা আজ, নাহি কেউ ফুটবে।
তুমি আসবেনা বলে,
সাদা ফুলেরা কালো রঙে আজ সাঁজবে।
তুমি আসবেনা বলে,
সাজের কোকিল বিধূর সুরে ডাকবে।
তুমি আসবেনা বলে,
এই দু'টি চোখ, ফোঁটায়-ফোঁটায় ভাসবে।
তুমি আসবেনা জানি,
তবুও হৃদয়, তোমার আশায় থাকবে।।
0 মন্তব্যসমূহ